কক্সবাজার আদালতে মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া’র জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

বাদী হয়ে মহেশখালী থানায় দায়েরকৃত।

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, শুনানী শেষে আদালত মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া’র জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাদী হয়ে মহেশখালী থানায় দায়েরকৃত।জি.আর-৩২৪/২০২১ (ধারা:  ৩২৬/৩০৭ দন্ডবিধি) মামলায় মেয়র মকছুদ মিয়া মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছিলেন। উচ্চ আদালতের উক্ত অন্তবর্তী কালীন জামিনের মেয়াদ শেষে ২৬ জানুয়ারী (বুধবার) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ নভেম্বর ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুত্বর জখম করে মহেশখালী লিডারশিীপ স্কুল অ্যান্ড কলেজের সামনে ফেলে চলে যায়। মুমূর্ষু অবস্থায় আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এই হামলার ঘটনায় মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া সহ ২৫ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন আহত বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।
তবে আদালতের তবে আদালতের বিচারক আলমগীর মুহাম্মদ ফারুকী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দায়ের করা মামলায় মেয়র  মকছুদ মিয়া’র জামিন নামঞ্জুরের আদেশ দিলেও একই সময়ে অন্য একটি ডাকাতি মামলায় মেয়র মকছুদ মিয়া’র জামিন মঞ্জুর করেন। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ এপিপি জনাব এড. আবুল কাসেম মেয়র মকছুদ মিয়া’র জামিনের আবেদন নামঞ্জুর ক্রমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
Exit mobile version