কবি কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল
গ্রামের বড় সাহেব তেলে ভাজা
বড় বড় ডিগ্রি তিনবার গ্রামে
গিয়ে চাঁদ দেখা মিছ হলে ঈদের
নামাজ সে পড়েনি মন ভূলে টুপি
পাঞ্জাবি রাগ করে আর গাঁয়ে
সাটে নি কুহেলি তিমির সরায়ে
দূরে রাঙিয়া প্রতি তরুর শিরে
আজ কি হর্ষ ভরে!
আজি প্রভাতের মৃদুল বায় রঙে
নাচিয়ে যেন কয়ে যায় তারে সারে
মুসলিম জাহান আজি একতায়
দেখ কত বল ধরে দাও করে আজ
সকলে কোরবানি অঝোর ধারায়
নামবে খোদার অপার মেহেরবানি
হৃদয় বাগান সাজাও এবার
ভালোবাসার ফুলে মুছে যাবে
অন্তরেরই পাপের সকল গ্লানি
নীল আকাশের পূর্ণিমা চাঁদ
ঈদের আনন্দে হাঁসে ডাকবে
আলোর পানে সবার ডাকবে
আলোর পানে পরাণ পাখি
জাগবে তোমার মিষ্টি কলতানে
ভাবনার আকাশ মেঘে ঢেকো না
অভিমানে তোমরা থেমে থেকো না
তোমার বিবেক যদি থমকে দাঁড়ায়
জীবন খেয়ার পথ হারাবে মন্দ হবে
ভাবনার আকাশ অন্ধকারে ঢেকে
একটা ঈদের চাঁদ উঠবে বলে দাঁড়িয়ে
আছি আমি ঋতু আসে ঋতু যায় ভীড়
ঠেলা ট্রাম বাস ব্যস্ত মানুষ সব পেরিয়ে
দাঁড়িয়ে আছে ঝুপ করে ফের সন্ধ্যা
নামে ক্লান্ত পাখিরা ডানা ঝাঁপটায় ঘড়ে
ফেরার আসে ঈদের চাঁদ দেখব বলে
দাঁড়িয়ে আছি এই শহরে গাঁয়ে আকাশ
দেখার স্বপ্ন ছিল তারও নাকি স্বপ্ন
আকাশ হওয়ার মুখে জুয়েল খানের
দিনবদলের গান চোখে একরাশ ঈদ
ঈদ ভাব সবার মুখে মুখে সমাজ
বদলের স্বপ্ন দেখে এই বুঝি ফের
আবার এক আকাশ এই আকাশেই
ডানা মেলে দেয় নিশ্চিন্তে ঐ দামি
ঈদের চাঁদ আবার ঈদের দিন
সন্ধেবেলায় বড় সাহেব বলল
এসে বলল চল তোদেরকে আজ
আকাশে ঈদের চাঁদ দেখাব
আমাদের গড়াই নদীর পারে এ
আকাশ বুঝি আমার থেকে আলাদা?
খিলখিলিয়ে হেসে মেঘের ভেলা সরে
শহরের সবচেয়ে উঁচু ফ্ল্যাটের ছাদে
নিয়ে গেল তাকে তারপর সারারাত
চিত হয়ে শুয়ে চাঁদের অপেক্ষায়
আকাশ দেখে ভোরবেলা ঈদ সে শেষ
চেষ্টা করেছিল পাখি হওয়ার একবার
উড়ে আকাশ ছোঁয়ার ঈদের চাঁদ দেখার
পারেনি তার বদলে পরদিন খবরের
কাগজেরপ্রথম পাতার খবর হয়ে গেল
মিটিং চাঁদ দেখা কমিটি রাজনীতির
কচকচানি পোশাকের দোষ চরিত্রের
দোষ সব দেখা হল আমাবস্যায় ঘোর
অন্ধকারে চাঁদ বিশেষ ভাবে দেখা শেষ
তারপর একসময় খবরের পাতা জুড়ে
এলো ঈদের সংবাদ পুজো পার্বণ ইঈ
মহরম সান্তাক্লজ ভোট ভাষণ ফেসবুক
জুড়ে সেলফি, নতুন পোশাকের বাহারী
লাইক!দামিনী, নির্ভয়া নাকি অন্য কেউ?
কি নাম ছিল তাঁর?মনে নেই আজ
আশ্চর্যরকম খবর হয়ে উড়ছে ভীষণ
ভাবে ভয় ধরল রাষ্ট্রযন্ত্রের বিমানে
গিয়ে চাঁদ দেখল টিয়ার গ্যাসের শেলের
আলক কামান ফাটল ঈদের আনন্দে
ভিজে গেল মানুষ যত পিলপিলিয়ে মানুষ
এল শহর থেকে গ্রামের থেকে বস্তি থেকে
গঞ্জ থেকে রাস্তা মোড়ে জটলা হল
ঈদপ্রেমীরা দৌড়ে এল কুরবানী ঈদের
জোয়ার এলো ধরল কলার ধরল টুঁটি
ঈদের প্রেমের আঁটুনিতে গরুএকটা
রক্তকরবী ফুটবে বলে অনেক কথা
আটকে আছে ব্যর্থ হাওয়ায় উড়ে
গেছে নিজের মতো একলা বিকেল
হারিয়ে গেছে অন্ধকারে বুকের আঁচল
উড়িয়ে দিল ঈদের হাওয়ার স্বদেশপ্রেমে
চতুর্দিকে চতুর্দিকে………..!!