কবিতা
ন্যায়পরায়ণতা
কবি, কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল
হে প্রভু আমি যেন তোমার
গৌরব ধরে রাখতে পারি
ন্যায়পরায়ণতা করুণার সাথে
তোমার কাছে প্রার্থনা করি
মাথা নত শ্রদ্ধাশীল হৃদয়ে
হে মোর প্রভু বিপ্লব সাধনে
তুমি যে চির নির্ভীক পৃথিবীর
পাপ-তাপ যত তুমি দমন কর
জ্বালো সত্যের আলো তুমি
সত্যের জ্যোতি হে পভূ কত
যতনে রাখি তোমায় বিশ্বের
বুকে- ভরে দাও আমাদের
তোমার জ্ঞান প্রভায় যে পেয়েছে
স্বাদ তোমার সে কি ভুলিতে পারে
তোমার অম্লান জ্যোতি আমার
সততা হৃদয় কাড়ে তুমি ন্যায় বান
সব কুল সব শেনীর কাছে হে পথ
ভুলা পথিক এসো নিয়ে যাবো
তোমাকে মুক্তির মোহনায় এসো
কলি থেকে ফুল হই ঘ্রাণে মুখরিত
হবে বিশ্বে জাগ্রত হবে সবাই নতুন
করে ছুটে চলো মুক্তি পানে সাথে
নাও অন্যকে চলো হেরে যাই ওই
সীমানায় যেখানে শান্তির সুবাতাস
বয়ে যায় যেখানে উড়ে যায় সোনালী
স্বপ্নগুলো দু’চোখের অশ্রু মনের
অজান্তেই গড়িয়ে পড়ে অশান্তির
দাবানল শুধু শান্তি উড়ে বেড়ায়
সারাক্ষণ যেখানে নেই ব্যভিচার
নেই অবিচার আছে শুধু ন্যায়পরায়ণতা
যেখানে সবই আছে অম্লান উৎসবে
যে পথের সিঁড়ি গিয়েছে জান্নাতে
চলো না অগ্রসর হই সেই পথের দিকে