________________
অদ্য (৬ এপ্রিল বুধবার) ২০০২ সালে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত লোককবি কবিয়াল রমেশ শীলের ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০০১ সালে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে তার সমাধিপিঠে এক মিনিট নীরবতা পালন পুষ্পমাল্য অর্পণ ও তার জীবন, কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর সঞ্চালনায় শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়ার সভাপতিত্বে
শিল্পীর কর্ম নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন রমেশ শিল্পীগোষ্ঠীর সভাপতি সুলাল শীল, সুজন বড়ুয়া, কালীপদ দাস, রমেশশীল পরিবারের সদস্য দুলাল শীল, তন্ময় শীল, জুয়েল শীল, রাইনাল শীল, দীপ্র শীল, প্রত্যাশী শীল প্রমুখ। বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশন : কবিয়াল রমেশ শীলের ৫৫তম প্রয়াণ দিবসে তাঁর সমাধিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন