বন্দর প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ১,২,৩ ও ৭নং ওয়ার্ড বিএনপি অয়োজিত আলোচনা সভা ২৩ ডিসেম্বর সোমবার রাতে ঘারমোড়াস্থ হাজী নাসের আহাম্মেদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা। বন্দর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের পিপি ও বন্দর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাড.সাজিকুল ইসলাম মোল্লা(তাজুল) ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির মোল্লা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,সাবেক সাধারণ সম্পাদক হাফেজ আহাম্মদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ শাফি,মোঃ শাহ আলম। মোঃ আলতাফ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাসুদ,হাজী সোহেল মুদী,মোঃ সুমন,স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু আহাম্মেদ,মোঃ হোসেনসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউছার আশা বলেন,বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু লোক আছে চাদাবাজী আর সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে তাদেরকে সব সময় বয়কট করবেন। আমার নেতা তারেক রহমান বলেছেন,যারা দলের নাম ব্যবহার করে লুটতরাজ আর চাঁদাবাজী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অনেকেই লেবাস ধারণ করে নিজেদেরকে সাধু দাবি করে বেড়াচ্ছে। আওয়ামীলীগের দোসরদের মানুষ চিনে গেছে। সামনে তাদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করছে। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়েও কয়েকভাবে বিভক্ত। এই অবস্থা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আপনারা দেখেছেন শত প্রতিকুলতার মাঝেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাল ছাড়েননি। ক্ষমতা,বাড়ী হারা হলেও খালেদা জিয়া দেশ ছাড়া হননি। এখানেই নেতৃত্বের যোগ্যতা ফুটে ওঠে। একেই বলে নেত্রী।
কলাগাছিয়ায় বিজয় দিবসের সভায় আবুল সাবেক কাউন্সিলর আশা ক্ষমতা,বাড়ী হারা হলেও খালেদা জিয়া দেশ ছাড়া হননি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;