কিভাবে চালাক-চতুর হওয়া যায় এবং মানুষের সাথে সহজেই মেশা যায়?

ধন্যবাদ।

চালাক হবার বহু পথ। নিম্নে কিছু ধাপ তুলে ধরছি।

১. কেউ কথা বললে প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর কথার শুরুর এবং শেষের বক্তব্যকে পয়েন্ট করে আপনার বক্তব্য শুরু করুন।

২. নিজের পায়ের তলায় মাটি ঠিক রেখে পরের বিষয়ে ভেবে চিন্তে কথা বলতে হবে।

৩. যে পরিস্তিতিতে যেমন চলা উচিত তেমনটাই চলা উচিত তবে অতিরিক্ত আধুনিক হবার চেষ্টা না করা।

৪. কাউকে বুঝতে না দেয়া যে আপনি পরবর্তী স্টেপে কী করতে যাচ্ছেন।

৫. প্রচুর ধৈর্যশীল হতে হবে।

৬. উপার্জনের রাস্তা তৈরি করতে হবে তবে উপার্জিত অর্থ জমানোর চেষ্টা আরও বেশি করে করতে হবে।

৭. সর্বোপরী, মানুষের সাথে সীমা বজায় রেখে আলাপ, কার্যক্রম চালিয়ে যেতে হবে।

দ্বিতীয়টা হলঃ

সকলের সাথে মিশে থাকা। এটি অত সহজ নয়। কারণ জলের সাথে তো আর আগুনের বন্ধুত্ব হতে পারেনা। অক্সিজেনের সাথে তো কার্বন ডাই অক্সাইড বন্ধুত্ব করেনা। করলেও তাতে তেমন লাভ নেই।

সবার সাথে বলতে সমাজের সৎ মানুষদের সাথে মিশে থাকাই উচিত। তাদের সাথে মিশতে হলে প্রয়োজন মিষ্টভাষী হওয়া। সৎ হওয়া। সময়কে গুরুত্ব দিয়ে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজেকে যোগ্য একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

সর্বোপরী, সততার মত কঠিন পথ পাড়ি দিতে হবে। আর ধৈর্যশীল না হলে উপরের কোনো কাজই আপনার দ্বারা হবেনা। কারণ, গোলাপ যদি বাগানের গাছ থেকেই তুলতে যান তবে কাঁটার কথা মনে রাখতে হবেই।

Exit mobile version