কুষ্টিয়ার প্রতিনিধি ## কুষ্টিয়ায় মাদক মামলায় সুমন ইসলাম রাসেল নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত কাল দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সুমন ইসলাম রাসেল (৩৭) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কারপাশা গ্রামের মৃত মোস্তফা দারোয়ানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যার দিকে ভেড়ামারার কুচিয়ামোড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে সুমন ইসলামের কাছে থেকে ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।আসামি সুমন ইসলাম রাসেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবু তাহের। সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি রাসেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন ৫ হাজার টাকা জরিমানা
-
by admin

Related Content
জামালপুর ১১ কোটি টাকা কাজের পার্টনার সহকারী প্রকৌশলী মাজেদুল
by admin মার্চ ১০, ২০২৫
সহকর্মী নিহতের প্রতিবাদ পোশাক শ্রমিকদের অবরোধে তীব্র যানজট, অচল রাজধানী
by admin মার্চ ১০, ২০২৫
আরেফিন সিদ্দিকের বেঁচে থাকার আশা দেখছেন না চিকিৎসকরা
by admin মার্চ ১০, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না
by admin মার্চ ১০, ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ
by admin মার্চ ১০, ২০২৫
মাগুরার সেই শিশুর জন্য তারেক রহমানের উদ্যোগে আইনজীবী প্যানেল
by admin মার্চ ৯, ২০২৫