রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ঃ ২৫.০২.২০২৩
কুড়িগ্রামে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। খামারী এবং উদ্যোক্তাদের উজ্জীবিত করতে এই প্রদর্শনীর আয়োজন করে কুড়িগ্রাম প্রাণী সম্পদ অধিদপ্তর।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্ত্বরে প্রাণী সম্পদ প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। এতে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, দেশী-বিদেশী কবুতর, পাখি এবং প্রাণীদের খাদ্য উৎপাদনের নানা উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদক ও ভেটেনারী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মোশাররফ হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন, কুড়িগ্রাম সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর ঃ লক্ষ্মীপুর জেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ “প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে এই উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। ঢাকা…
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ঃ ১৯.১১.২০২২ কুড়িগ্রামে ১২দিন ব্যাপাী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এর আওতায় রাজারহাট উপজেলার ২৬জন শিক্ষক ও ৩জন সুপারভাইজার ১২দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম সরদারপাড়া ছিন্নমুকুল বাংলাদেশ এর হলরুমে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে…