কে হবেন দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান ?

************************************************
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই দিকপাল সৈয়দ আবুল কাশেম (আনারস প্রতিক) ও মীর শাহআলম (ঘোড়া প্রতিক) চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। উভয়ে যারযার মতো করে জনগণের দৌড় গোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করছেন।
এদিকে প্রতিক বরাদ্দ দেওয়ার পূর্বক্ষনে শাখাওয়াত হোসেন আরিফ নামে এক চেয়ারম্যান পদপ্রার্থী তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়ে জনগণ বিভিন্ন ভাবে ক্ষোভ প্রকাশ করছেন, কিছু জনতার বক্তব্য টাকার বিনিময়ে, মামলার ভয়ে তিনি প্রত্যাহার করেছেন সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
Exit mobile version