Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

কোনরকম দুষ্টুমি আর করব না মা কভু দোহাই লাগে লক্ষী মেয়ে আয় ফিরে আয় তবু।

কোনরকম দুষ্টুমি আর করব না মা কভু
দোহাই লাগে লক্ষী মেয়ে আয় ফিরে আয় তবু।

আজ থেকে তোর সকল কথা শুনব আমি মা
সন্ধ্যার আগেই ভাঙব খেলা ডাকতে হবে না।

যেথায় তুমি খেলতে মানা করতে বারংবার
আজ থেকে সেই পুকুর পাড়ে খেলব না মা আর।

যে পাখি তোর চোখের জ্বালা তাও দেব মা ছেড়ে
লক্ষ্মী মা গো আমার কাছে আয়না এবার ফিরে।

তোর লাগি মা অনেক বড় খুশির খবর আছে
ফুল ধরেছে তোর লাগানো ঝিঙ্গে, শসা ,গাছে।

এত সুন্দর হয়েছে মা তোর লাগানো পুঁই
নিজের চোখে দেখলে মা গো উঠবে হেসে তুই।

লাল গাভীটা বাছুর দিছে ছা*গল দিছে ছা
মান অভিমান রেখে ওদের আয়রে দেখে যা।

কালকে আমি রেঁধেছি মা চড়ুইভাতির ভাত
ভাতগুলো মা হয় নি খারাপ পুড়ে ও নি মোর হাত।

এখন আমি রাঁধতে জানি কাটতে জানি শাক
এখন থেকে আমিই তোমার করব সকল পাক ।

সারাটা দিন থাকব আমি তোমার সাথে কাজে
তোমার সাথে মাজব কাপড় মাজব ঘরের মেঝে।

লক্ষীমেয়ে এবার উঠে আয় না তাড়াতাড়ি
তোরে ছাড়া ফিরতে আমি পারব না মা বাড়ি।

তোরে ছাড়া কেমন করে ফিরব রে মা বল
তুই ছাড়া মা কার আঁচলে মুচব চোখের জল।

তোমার মত আদর করে লইবে কে আর কোলে
রাত্রে আমি ঘুমাব মা কার গায়ে পা তুলে।

আদর করে কে শোনাবে ঘুম পাড়ানির গান
কাঁদলে আমি তোমার মত কে ভাঙ্গাবে মান।

এই জগতে যায় না থাকা মাগো তোমায় ছাড়া
আমিও যাব তোর সাথে মা একটুখানি দাঁড়া।

বিষাদ বিয়োগ
ফেরদৌস আহমেদ।

Exit mobile version