লামায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ক্যাপশন: লামায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আনন্দ র‌্যালি।

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দিপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সরকারি বেসরকারি অধিদপ্তর ও এনজিও সংস্থা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।পরে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃত্বে বর্ণাঢ্য বিশাল দুটি র‌্যালি বের হয়।র‌্যালি দুটি বাজারের গুরুত্বপুর্ণ প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণশেষে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে,বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজ মিলনায়াতনে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃত্বে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনাশেষে কেক কাটা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহন করেছে সরকারি বেসরকারি ও এনজিও সংস্থার বিভিন্ন স্টল।
অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।অন্যদের মধ্যে মেয়র মোঃ জহিরুল ইসলাম, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল,জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান,ওসি শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন,ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা,মিন্টু কুমার সেন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মংক্যহ্লা মার্মা,সাধারণ সম্পাদক মো. শাহীনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পরে চিত্রাঙ্কান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
একইসাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে মেয়র জহিরুল ইসলামকে প্রধান অতিথি রেখে হলিচাইল্ড পাবলিক স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসুচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

Exit mobile version