লামায় ডি-নথি ব্যবস্থাপনায় কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

ক্যাপশন-লামায় ডি নথি প্রশিক্ষণে অতিথি ও অংশগ্রহনকারী কর্মকর্তাবৃন্দ।

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় ডি-নথি(ডিজিটাল নথি)ব্যবস্থাপনায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর লামার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় পরিষদ হলরুমে ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ গত সোমবার শুরু হয়ে বুধবার সম্পন্ন হয়।৩দিনের প্রশিক্ষণে ডিজিটাল নথি ব্যবস্থপনায় কার্যকরী প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ(সহকারী প্রোগ্রামার)।
জানা যায়,কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি বিষয়ে দক্ষ করে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহন করেছে।এর অংশবিশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে লামা উপজেলা পরিষদ হলরুমে ডি-নথি ব্যাবস্থাপনায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।গত সোমবার প্রশিক্ষণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল,নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।প্রশিক্ষণে অংশ নেন সহকারী কমিশনার(ভুমি),উপজেলা কৃষি কর্মকর্তা,স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী,মৎস কর্মকর্তা,শিক্ষা অফিসার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষক কর্মকর্তা,খাদ্য নিয়ন্ত্রক,আনসার ভিডিপি কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা ও তাদের অফিসের একজন করে কর্মচারী।

Exit mobile version