খাজুরায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। তিন প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায়।

জীবন আচার্য্য, (খাজুরা) যশোর প্রতিনিধি –
অসাধু ব্যাবসায়ীর কারসাজিতে চাল ডাল সহ নিত্যপন্য বাজারে বেশি মূল্যে বিক্রি হওয়ারোধে ও অস্থির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সোমবার যশোরের খাজুরা বাজারে যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়েদা তামান্না তাসনিম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি চৌকস টিম। অভিযান পরিচালনাকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রয় ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বাজারের সাহা রাইস এজেন্সি থেকে পনের হাজার, মেয়াদোত্তীর্ণ কীটনাশক থাকায় রাধাগোবিন্দ এন্টারপ্রাইজ থেকে তিনহাজার ও একটি  পন্যে আমদানি কারকের সিল না থাকায় লগ্ন কসমেটিক থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এই অভিযানে উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়েদা তামান্না তাসনিম, যশোর ক্যাব এর সদস্য রকিব উদ্দিন সর্দার সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
Exit mobile version