খানসামা উপজেলায় শুরু হল ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান

শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় শুরু হল ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

বুধবার (১২ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় খানসামা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ভ্যাকসিন প্রদান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, ইউএনও রাশিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.মিজানুর রহমান, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.শতাব্দী সাহা তিথি,মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, সিনিয়র স্টাফ নার্স, স্বেচ্ছাসেবকগণ, শিক্ষক ও শিক্ষার্থীগণ।

Exit mobile version