খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ৮ হাজার মানুষের গণ ইফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল ও গন ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বারইয়ারহাট কলেজ মাঠে বারইয়ারহাট পৌরসভা, করেরহাট, হিঙ্গুলী ও ধুম ইউনিয়নের সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবি আলেম-ওলামা দুস্থ্য ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এই গন ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতার পূর্ব আলোচনা সভায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মোশাররফ হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদরুল আলম বদরুল, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, জসিম উদ্দিন ভেন্ডার, কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সালেহ আহম্মদ ডিপটি, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুজ্জামান চেয়ারম্যান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ম্যাসেজ দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন অপকর্মে লিপ্ত থাকেন তাহলে বিনা নোটিশে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের আন্দোলন, আমাদের লক্ষ্য গনতন্ত্র পুণরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা, আমাদের লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইসলামী মূল্যবোধের শক্তি। তাই এই দুই শক্তি সকল সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে।’

সব শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

Exit mobile version