ধর্মপাশা ও জামালগঞ্জে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে গনসংযোগ ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার
ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নরে গোলকপুর বাজার ও জামালগঞ্জ উপজেলার সদর বাজার,সাচনা বাজার, মান্নান ঘাট,সেলিমগঞ্জ বাজার,নোয়াগাঁও বাজারসহ বিভিন্ন বাজারের বিভিন্ন শ্রেণি পোশার মানুষজনদের সঙ্গে শনিবার (৮জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সন্ধ্যা পর্যন্ত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করেছেন সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিনয় ভূষণ তালুকদার।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে ও আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিযে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার । গনসংযোগ কালে আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
চযন কান্তি দাস