বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ‘যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে’ নিয়ে এক গবেষণায় দেখা গেছে, তার (তারেক রহমান) কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া রয়েছে।
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের গবেষণায় উঠে এসেছে, তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে ৯০.৫% নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। মাত্র ৮.২% নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর ১.৪% নিরপেক্ষ থেকেছেন।
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন, ‘এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি। এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, বিশেষ করে যারা স্বৈরাচারবিরোধী রাজনীতির পক্ষে।’
সংস্থার অন্য এক পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন,‘গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি, তারেক রহমানের ‘স্বৈরাচারের বিচার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়।’
গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও রাজনৈতিক বক্তব্য ও জনমতের ওপর গবেষণা চালিয়ে যাবে তারা।
উল্লেখ, এই গবেষণায় ডেটা মাইনিং পদ্ধতির মাধ্যমে এটিএন নিউজ, এন টিভি, আর টিভি, চ্যানেল ২৪, বায়ান্ন টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচারিত সংশ্লিষ্ট প্রতিবেদনে নেটিজেনদের কমেন্ট ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং’ পদ্ধতির মাধ্যমে অ্যানালাইসিস করে সেন্টিমেন্ট নিরূপণ করা হয়েছে।