আন্তর্জাতিক ডেস্ক : ভাগ্যের লিখন না করা যায় খণ্ডন! এটি কোন গল্প নয় বাস্তবে ঘটা একটি ঘটনা। কাজ করতেন দিনমজুর হিসেবে। অন্যসব দিনমজুরদের মতোই উস্কোখুস্কো চুল তাঁর। পরিচিতরা তাঁকে মলিন চেহারায় দেখতেই অভ্যস্ত। তবে বর্তমানে তিনি গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে দিচ্ছেন অন্যদের।
ভারতের কেরালার কোঝিকোড়ের বৃদ্ধ মাম্মিক্কার দিকে বিশেষ নজর দিতেন না পত্রিবেশিরা। তবে সাধারণ চেহারার মাম্মিক্কাই আজ সবার নজর কাড়ছেন। বিয়ের স্যুটের মডেল হিনেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তাঁর পরনে উঠছে দামি স্যুট!
অথচ তাঁর রোজনামচায় নতুনত্ব ছিল না। সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে হত রুজিরুটির সন্ধানে। দিনের শেষে সামান্য যা কিছু রোজগার হতো, তা দিয়ে মাছ-শাকসবজি কিনে বাড়ি ফিরতেন। কোঝিকোড়ের বেন্নাক্কড় এলাকার ওই বৃদ্ধ দিনমজুরের এটাই ছিল প্রতিদিনের রুটিন। হুট করেই তাঁর ভাগ্য বদলে গেছে। রংচটা লুঙ্গি আর শার্ট ছেড়ে দামি স্যুট-টাই গায়ে চড়িয়ে ক্যামেরার মুখোমুখি হচ্ছেন। স্থানীয় একটি ওয়েডিং স্যুট প্রস্তুতকারী সংস্থার হয়ে মডেলিং করে রাতারাতি খ্যাতির আলোয় এসেছেন।
মাম্মিক্কার গ্ল্যামারাস লুক দেখে মুগ্ধ তাঁর প্রতিবেশিদের পাশাপাশি নেটিজেনরাও। জানা গেছে, কেরালার খ্যাতনামা ফটোগ্রাফার শরিক বয়ালিল শেখের নজরে পড়েছিলেন মাম্মিক্কা। সেটাও অনেক দিন আগের কথা। ওই সময় মাম্মিক্কার একটি ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন শরিক। তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল।
মাম্মিক্কার ছবি পোস্ট করার পর তা ভুলেও গিয়েছিলেন শরিক। তবে সম্প্রতি নিজের ওয়েডিং সংস্থার জন্য এক জন মডেলের প্রয়োজন হয়েছিল তাঁর। শরিক বলেছেন, মডেলের প্রয়োজন পড়তেই এক জনের কথাই মাথায় এসেছিল। তিনি মাম্মিক্কা!
মডেলিং করার জন্য মাম্মিক্কার সঙ্গে যোগাযোগ করেন শরিক। তাঁর মেকআপও শুরু হয়। মাম্মিক্কাকে দামি সেলুনে নিয়ে যাওয়া হয়। উস্কোখুস্কো চুল ছাঁটা হয় কেতাদুরস্ত চালে। খসখসে ত্বকের জৌলুস ফেরাতে প্রসাধনী ব্যবহার করা হয়। এবার ট্রিম করা হয় তাঁর এলোমেলো গোঁফদাড়ি। রাতারাতি ভোল বদলে যায় বৃদ্ধ দিনমজুরের।
বেশ খাটাখাটুনির পর বৃদ্ধের ফোটোশ্যুট শুরু করেন শরিক। শরিকের হাতের জাদুতে কাজও হয়েছে বেশ। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে মডেল মাম্মিক্কার চোখধাঁধানো বহু ছবি। এক হাতে ধরা অ্যাপল আইপ্যাড, চোখ ঢাকা দামি রোদচশমায়, পরনে দামি স্যুট-টাই কিংবা ঝাঁ-চকচকে এসইউভি-র বাইরে দাঁড়িনো অবস্থায় তাঁকে দেখা গেছে। অনেকেই ওই বৃদ্ধকে দেখে বলেছেন, ঠিক যেন মালায়ালাম অভিনেতা বিনায়কন! সূত্র: আনন্দবাজার।