গাইবান্ধায় যুবককে কুপিয়ে হত্যা

ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় স্বাধীন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বাধীন সাহাপাড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের আয়নাল হকের ছেলে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রউফ বলেন, গত ৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫টার দিকে স্বাধীন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি । অনেক খুঁজে তাকে পাচ্ছিল না পরিবার। পরে মঙ্গলবার দুপুরে বিষ্ণপুর এলাকার একটি মাদ্রাসার পাশে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version