গাইবান্ধা বাস টার্মিনাল থেকে চুরি যাওয়া হানিফ গাড়ী খোজ মিলেছে।

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা)
অবশেষে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে চুরি যাওয়া হানিফ পরিবহন গাড়ীটির খোজ মিলেছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে হানিফ পরিবহনের চুরি যাওয়া গাড়িটি উদ্ধারের পর জয়পুরহাটের পাঁচবিবি পৌর কোচ টর্মিনালে রয়েছে। যাহার নম্বর- ঢাকা মেট্রো ব ১৪-৬৪৩০। গাড়ীটির চাকা ও গাড়ীর ভিতরে কিছু মূল্যবান যন্ত্রাংশ খোজ মিলছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরেরা এইসব জিনিস খুলে নিয়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চুরির ঘটনাটি ঘটে। এর আগে ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।’ এ বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গাইবান্ধা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল।
বাসটি উদ্ধারের এ বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার।
Exit mobile version