গাজীপুর: গাজীপুর মহানগরীর মালেকেরবাড়ি এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকেই মালেকেরবাড়ি এলাকার জাং অন কর্পোরেশন লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকেরা প্রোডাকশন বোনাসের পার্সেন্টেজ বৃদ্ধি, ঈদ বোনাস বৃদ্ধি, এবং ১৪ হাজার টাকা বেসিক প্রদানসহ বিভিন্ন দাবীতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এ দিকে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের দীর্ঘ দিনের এ দাবিগুলো নিয়ে মালিক পক্ষের লোকজনদের বলা হলেও তারা গুরুত্বসহ না নেওয়ায় তারা রাস্তায় নেমে দাবি আদায়ে বিক্ষোভ করছেন তারা।
অপর দিকে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (অতিরিক্ত সহকারী) পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ওই কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে ছিলো। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, সমস্যা সমাধানে মালিক পক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে সুন্দর একটি সমাধান হয়ে যাবে বলে আশা করছি।