গাবতলীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সভা র‌্যালী ও পুরস্কার বিতরণ

ইউএনও মোছাঃ রওনক জাহান

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গতক রোববার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ রওনক জাহান। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তাসলিমা খাতুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এ্যাসিল্যান্ড মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম ভুলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন ও হুমায়ন আলম চান্দু, ডাঃ মুকুল রায়হান, পিআইও রাশেদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবলী খন্দকার, আনসার ভিডিপি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, আঃ রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সভা ও পুরস্কার বিতরণ শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Exit mobile version