গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত ২০ এপ্রিল বুধবার সকাল ১১টায় হাসপাতালের মেইন ফটকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচইডি,সার্কেল-৭,রংপুর এর প্রকৌশলী কাজী শামসুল আলম। উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান, এইচইডি রংপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমার শর্মা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, রংপুর বিভাগের মধ্যে প্রথম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ করা হলো। উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও আইসিইউ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী পদক্ষেপ।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য
-
by admin
- Categories: রংপুর বিভাগ
Related Content
পলাশবাড়ীতে জামায়াত ও অঙ্গ সংগঠনের ৪ কর্মী বহিস্কার!
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন ---
by admin ৩১/০১/২০২৫
দিনাজপুর ১৩ মাইল গড়েয়া হাট শ্রমকল্যাণ উপকমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
by admin ৩০/০১/২০২৫
পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১
by admin ৩০/০১/২০২৫