গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়নে মাত্র ২৬ ভোটে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ সামছুজ্জামান জামাল এর পরাজয় মেনে নিতে না পেরে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন হাজার হাজার কর্মী-সমর্থক। বিশ কিলোমিটার দূরের এলাকা থেকে মঙ্গলবার ২৮ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ অভিমুখে অবস্থান নিতে গেলে পুলিশি বাধায় কলতাপাড়া-গৌরীপুর সড়কে অবস্থান নেন তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি ও প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় (২৯ ডিসেম্বরে) বুধবার দুপুর ২ টায় উক্ত ইউনিয়নের লাঙ্গল সমর্থিত শত শত মহিলা পুরুষ একত্রিত হয়ে কেন্দুয়া গৌরীপুর সড়কে গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা কুকুয়াখালীতে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এইখানে ১ ঘন্টা অবস্থানের পর তারা আরও কিছুটা অগ্রসর হয়ে বীর আাহম্মপুর ফকির বাড়ি মোড় এ অবস্থান নেয়। রাস্তায় অবস্থান নেওয়ায় এ সময় বিভিন্ন পরিবহন আটকে যায়। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন।