গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পৌর শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ-র মন্দির আঙ্গিনায় ২৫ সেপ্টেম্বর বুধবার দিবাগতরাত অনুমানিক ৩.৩০ থেকে ৪ টার মধ্যে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে ফেলে মন্দিরের ভাড়াটিয়ারা। পরে পুলিশকে জানানো হলে তাকে থানা হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনাটি যে ঘটিয়েছে তার নাম ইয়াসিন, পিতার নাম হান্নান, গ্রাম: গজন্দর ( বড় বাড়ি)। ঘটনার পরপরই পরিদর্শনে আসেন পুলিশ, সেনাবাহিনীর টিম, রেব-১৪ সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও উপস্থিত থেকে সার্বিক খোঁজ খবর নেন পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রতন সরকার, গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস, মধ্যবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হীরালাল সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের পাশে থাকার ঘোষনা প্রদান করেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক আহবায় ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্দম তায়েবুর রহমান হিরন, বাংলাদেশ জামায়াত ইসলামী গৌরীপুর পৌরসভার সেক্রেটারি শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌরসভার সভাপতি মোঃ আবু ইউসুফ, বাংলাদেশ জামায়েত ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান, ইসলামী আন্দোলন গৌরীপুর পৌর কমিটির সভাপতি মোঃ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার সেক্রেটারি আব্দুল মোতালিব, ছাত্র আন্দোলন, গৌরীপুর উপজেলার সভাপতি মোঃ শরিফুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। আলোচনায় সকলেই একমত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত যা কখনই আমাদের কাম্য নয়। আমরাও সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার হোক এটাই চাই। আমাদের পারস্পরিক ধর্মীয় অনুভূতিতে যেন কেউ আঘাত না আনতে পারে সেজন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ।
সুপক রঞ্জন উকিল