গৌরীপুরে প্রাচীনতম সংবাদপত্র  দৈনিক ইত্তেফাক  এর ৬৯তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে  ঐতিহ্যবাহী  এবং প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর ৬৯তম  প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৪ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরীপুর প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  আব্দুল গফুর, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, বাসদের সমন্বয়ক আমিনুল ইসলাম,  সহযোগি অধ্যাপক এমদাদুল হক, পৌরসভার সাবেক কাউন্সিলর আঃ কাদির, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন ও আবু কাউছার  চৌধুরী রন্টি, উদীচীর সভাপতি পলাশ মাজহার, বিশিষ্ট ঠিকাদার নজরুল ইসলাম খাঁন মিন্টু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিরুল মোমেনিন, প্রভাষক কবি সেলিম আল রাজ সহ বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিরা। আলোচনা শেষে কেক ও মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Exit mobile version