কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে পুত্রবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মতি শিউলী, তার স্বামী ও তার ছেলের বিরুদ্ধে এ অভিযোগ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পৌর শহরের মধ্যবাজার এলাকায়। এ ঘটনায় আহত গৃহবধু স্বামী, শ্বশুর ও শ্বাশুরির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের আজিজুল ইসলাম মুকুলের মেয়ে সিরাজুম মনিরা ময়ূখ (২৭) এর সাথে প্রায় ১১ বছর পূর্বে আওয়ামীলীগ নেত্রী মতি শিউলীর ছেলে সৌরভ আহম্মেদ ড্রাগন (৩১) এর বিয়ে হয়। ঘর সংসার চলাকালীন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় স্বামী, শ্বশুর ও শ্বাশুরী গৃহবধুকে নির্যাতন করত বলে অভিযোগে বলা হয়েছে।
তিনি অভিযোগে আরও উলেখ করেন, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শ্বশুর মঞ্জুর“ল হক ও শ্বাশুরি মতি শিউলী অশিল ভাষায় গালিগালাজ করতে থাকে। গৃহবধু এর প্রতিবাদ করলে তাদের নিদের্শে স্বামী ড্রাগন তাকে মারপিট করতে থাকে। এ সময় শ্বাশুরি লোহার রড দিয়ে পুত্রবধূকে মাথায় আঘাত করে। এ সময় গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে দুই শিশু সন্তানকে জোর পূর্বক আটকে রেখে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। ওই গৃহবধূ অসুস্থ্য অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে বিকালে স্বামী সৌরভ আহম্মেদ ড্রাগন, শ্বাশুরি মতি শিউলী ও শ্বশুর মঞ্জুরুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আওয়ামীলীগ নেত্রী মতি শিউলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিভিস করেনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তাদের একান্তই পারিবারিক। সে কারনে উভয় পক্ষকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বলা হয়েছে। #