প্রেসবিজ্ঞপ্তিhttps://youtu.be/MSUW51ndcHU
প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকা থেকে ্য়ঁড়ঃ;টেনশন গ্রুর্পেয়ঁড়ঃ;
কিশোগ্যাং এবং ছিনতাই চক্রের ০৯ সদস্যকে অস্ত্র ও মাদক দ্রব্যসহ
গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী,
খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ
অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ
জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয়
দৃষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি
গ্রহন করতঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি চা-স্টলে
পাশে নিভৃত স্থানে সমবেত হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ এপ্রিল ২০২২ ইং তারিখ
২২৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান
পরিচালনা করে আসামী ০১। মোঃ রুবেল (২১), পিতা-ওবায়দুল হক, সাং-মীরপাড়া, থানা-
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর, ২। মোঃ শাকিল (২১), পিতা-মোঃ রোস্তম,
সাং-কুঞ্জেরহাট, থানা-লালমোহন, জেলা-ভোলা, ৩। মোঃ সাজিব (১৯), পিতা-নাসির
গাজী, স্থায়ী সাং-মেহেন্দিগঞ্জ, থানা-পাতারহাট, জেলা-বরিশাল, ৪। মোঃ হৃদয় (২০), পিতা-
মৃত মোঃ হাবিব, সাং-বাশারু, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। মোঃ হাবিবুর
রহমান (২৪), পিতা-মোঃ দলিলুর রহমান, সাং-কোটপাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম,
৬। মোঃ সালাহ্ধসঢ়; উদ্দিন (১৯), পিতা-খোরশেদ আলম, সাং-বার্মা কলোনী পূর্ব পাড়া,
থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর, ৭। মোঃ ওমর হাসান (১৯), পিতা-মোঃ
কুদ্দুস, সাং-আমিন কলোনী, ৮। মোঃ সাগর (১৯), পিতা-মৃত মোঃ সুলতান, সাং-
বাস্তুহারা, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগর এবং ৯। মোঃ সাঈদ আলম (১৯),
পিতা-আবদুল গফুর, সাং-আমিন কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম
মহানগর’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত
আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০৪টি বিভিন্ন
ধরনের ধাড়ালো চাকু উদ্ধারসহ আসামী’দেরকে গ্রেফতার করা হয়।
৩। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নগরীর টেনশন গ্রুপের
ডাকাত/ছিনতাই দলের সক্রিয় সদস্য। এছাড়াও আসামীরা পরষ্পর একে অন্যের সহিত
যোগাযোগক্রমে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ
চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে।
তাদের প্রকাশ্য কোন জীবিকা নাই। মূলত ধৃত আসামীরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে
ঘরমুখী সাধারন মানুষ ও প্রাত্যহিক চলাচলরত বিভিন্ন পেশার ব্যবসায়ীদের নিকট হতে
দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শণ করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও
নগদ টাকা ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে বর্ণিত স্থানে সমবেত হয়েছিল।
৪। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।