চাকরি জাতীয়করণ এর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

দ প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ২৬/০৯/২০২৪ইং

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ । বৃহস্পতিবার ২৬সেপ্টেম্বর বিকাল ৫ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা কার্যালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান ৷ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, এ, ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মো নাসির উদ্দীন, সচিব অধ্যাপক মো ওসমান গনি, যুগ্মসচিব মো হারুন অর রশীদ অর্থ সচিব মো নাজিম উদ্দীন, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি আব্দুস ছাত্তার মজুমদার, মো তৌহিদুল ইসলাম টিপু, সচিব কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো, সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব মো নজরুল ইসলাম, মো জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সচিব মো,আইয়ুব প্রমুখ। আজ ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় জামাল খানস্থ শাহ ওয়ালীউল্লাহ ইনষ্টিটিউটে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান অধ্যক্ষ মো, সেলিম ভূঁইয়া। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Exit mobile version