চাটখিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের সাথে মতবিনিময় করেন-জাহাঙ্গীর কবির
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় নোয়াখলা ইউনিয়ন (পূর্ব) অঞ্চল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় করেন এক্টিভ গ্রুপে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
রবিবার বিকেলে উপজেলার শিংবাহুড়া গার্লস স্কুল মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান-নোয়াখলা পূর্ব আ’লীগের সভাপতি হাজী মো. মানিক এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফুর রহমান আদনানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, সদস্য শহীদ উল্যা ভান্ডারী, চাটখিল সরকারী কলেজের সাবেক ভিপি জহির আব্বাস মিলন, নোয়াখলা পশ্চিম আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক রাজিব হোসেন রাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইকবাল হোসেন শিপন, আবদুল আলী মেম্বার, মহিন উদ্দিন মেম্বার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার এই দশ বছর কোনো লোককে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেইনি ।
জাতীয় দিবস গুলোতে এক্টিভেট ফাউন্ডেশন ও স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম মিলে অর্থ দিয়ে সম্পূর্ণ করে থাকি। আপনারা যদি আবারও উপজেলা নির্বাচনে ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন, আমার অসমাপ্ত কাজ গুলো সরকারী বরাদ্দের পাশাপাশি আমার এক্টিভেট ফাউন্ডেশন থেকে অর্থ দিয়ে সম্পূর্ণ করবো।