সারাদেশে চিকিৎসকদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ ২৪ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধরের প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকরা।
তবে ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের আশ্বাসের পর রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর ২৪ ঘন্টার জন্য শাটডাউন স্থগিত করেন চিকিৎসকরা। এসময়ে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা চালু করবেন চিকিৎসকরা।
সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।
এর আগে উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, হামলার ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারও উজাড় করে দাও তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।
এছাড়া আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা।