চুনারুঘাটে ভারতীয় গাঁজাসহ দুই সহোদর আটক

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২০ কেজি গাঁজা পাচারকালে সাইফুল (২৬) ও আরিফ (২৩) নামে দুই সহোদরকে আটক করেছে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলী আক্কাসের নেতৃত্বে একটি রেইডিং পার্টি চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ গোলচত্বর দিগন্ত এক্সপ্রেস কাউন্টারের সামন থেকে তাদের আটক করেন। আটক সাইফুল ও আরিফ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গাজীপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ট্রাভেল ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা জব্দ করেন। পরে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক মোঃ খায়রুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Exit mobile version