চ্যালেঞ্জ একটু বেশি, তবে বিজয় সুনিশ্চিত: আইভী

একটু বেশি বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচনে আমাকে পরাজিত করতে অনেক পক্ষ তৈরি হয়েছে। কীভাবে আমাকে হারানো যায়, সেই চেষ্টা অনেকেই করছেন। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত। এছাড়া বিভিন্ন কারণে এবারের নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি)। নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে আইভী এসব কথা বলেন।

কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করতে নারায়ণগঞ্জে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে তারা এসেছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।

নির্বাচনে সহিংসতার শঙ্কা আছে কি না জানতে চাইলে আইভী বলেন, আমি সহিংসতার বিপক্ষে। সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।

Exit mobile version