জব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে লামায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের(পিআইডি)আয়োজনে লামা উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগীতায় পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন,চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর,সিনিয়র তথ্য অফিসার অফিসার মো. আজিজুল হক নিউটন,লামা সহকারি তথ্য অফিসার খন্দরকার তৌহিদ,প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ও অংশীজন।চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মারুফা রহমান ঈমার সঞ্চলনায় গুজবে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রিতিকর ঘটনার চিত্র তুলে ধরে গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময়কালে অতিথিরা আলোচ্য বিষয় ”গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভুমিকা এবং সুশাসন,অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান” বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন।এসময় তারা আরও বলেন, এব্যাপারে গণমাধ্যমকর্মীদের অন্যতম ভুমিকা রয়েছে।#

Exit mobile version