জাতীয় জাদুঘর ও ভোক্তা অধিদপ্তরে নতুন ডিজি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

দুজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বুধবার (৯ অক্টোবর) এ দুটি দপ্তরে পদায়ন করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে (গ্রেড-১)।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) করা হয়েছে।

Exit mobile version