জাতীয় পদকপ্রাপ্ত কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিক আকতারুল আলম বুলু’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের বিশিষ্ট কবি, সাহিত্যিক, জাতীয় পদকপ্রাপ্ত কবি, সাবেক জনতা ব্যাংকের কর্মকর্তা, ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ’র প্রতিষ্ঠাতা, দিনাজপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক পল্লী বার্তা পত্রিকার সাংবাদিক আকতারুল আলম বুলু (মাহমুদ আকতার) ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৬ টা ৪৮ মিনিটি জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……………. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। তিনি দুই পুত্র ও স্ত্রী সহ ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ বহু গুনগ্রাহী রেখে যান। একই দিন মরহুমের প্রথম জানাযা বাদ যোহর বালুয়াডাঙ্গা দ্বোতালা মসজিদ এবং দ্বিতীয় জানাযা দুপুর ২:৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর মরহুমের দাফন কার্য তাদের পারিবারিক গোরস্থান সোনাপীরে সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাসুদ মুস্তাফিজ, সহ-সভাপতি কাশী কুমার দাস, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য নিরঞ্জন হীরা, কবি মাহাবুব আলী, পাতা সাহিত্যের সভাপতি ওয়াসেম আহম্মেদ শান্তসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করেছে এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Exit mobile version