বিরামপুর জাতীয় স্হানীয় সরকার দিবস-২০২৪ পালিত

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-স্থানীয় সরকার দিবস সম্পর্কে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিবছর জাতীয় স্থানীয় সরকার দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এবারে এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে- “স্মার্ট হবে স্থানীয় সরকার ” নিশ্চিত করবে সেবার অধিকার” স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে এ দিবসটি পালন করা হশেছে। এর ফলে অধিকতর জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর যেসব অংশীজন বা সুবিধাভোগী রয়েছেন,তাদের সঙ্গে মতবিনিময় সহজতর হবে এবং কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়বে ফলে সেবা সহজীকরণে সহায়ক হবে। সার্বিকভাবে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বাড়বে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা,গুরুত্ব ও সর্বোপরি সক্ষমতা প্রকাশ পাবে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর বিরামপুরে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) দিনাজপুরের বিরামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত হয়েছে। উপস্থিত ছিলেন,প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভা আরম্ভ হয়। সঞ্চালনায় ছিলেন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগম। উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি খায়রুল আলম রাজু,চেয়ারম্যান উপজেলা পরিষদ,আক্কাস আলী,মেয়র বিরামপুর পৌরসভা,শিবেসকুন্ডু সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী বিরামপুর উপজেলা শাখা,
আবুল কালাম আজাদ,প্যানেল মেয়র বিরামপুর পৌরসভা,মেজবাউল ইসলাম মন্ডল,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উন্মে কুলসুম বানু উপজেলা পরিষদ,প্রকৌশলী আতাউর রহমান,বিনাঈল ইউনিয়ন চেয়ারম্যান বাদশা মিয়া,কাটলা ইউনিয়ন চেয়ারম্যান ইউনুস আলী,মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ,দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান,ইউনিয়নের ওয়ার্ড সদস্য সদস্যা,গ্রাম পুলিশ সহ প্রমূখ গন উপস্থিত ছিলেন। এ দিবসে আলোচনার মূখ্য বিষয় গুলো প্রকাশ পেয়েছে,স্হানীয় পর্যায়ে আবাদি জমি নষ্ট না করে ব্রীজ কালর্ভাট ড্রেন সহ উন্নয়ন মূলক কার্যক্রমের উপর বেশ কিছু দাবি উপস্থাপিত হয়েছে।
Exit mobile version