জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গরীব রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২জানুয়ারী) বিকেলে উপজেলা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, জুনিয়র কনসালটেন্ট ডা.রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. নুর ফারিয়া আইরিন ও ডা.শতাব্দী সাহা তিথি, নার্সিং সুপারভাইজার আকতার জাহান, ওয়ার্ড ইনচার্জ হাবিবা ও হাসপাতালের স্টাফগণ।

Exit mobile version