জাপানের সাধারন স্নানাগার :

জাপানে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারনে স্বল্প উপার্জনের মানুষ যাদের বাড়িতে বাথরুম থাকেনা তাদের জন্য সুলভে সাধারন স্নানাগার আছে ।

এখানকার পরিস্কার পরিচ্ছন্নতা ও সুবিধা অনেকের বাড়িতেও নেই । কুপন কেনার সঙ্গে সঙ্গে একটি লকারের চাবি, একটি পরিস্কার টাওয়েল ও এক টুকড়ো নতুন সাবান হাতে দেওয়া হয় ।

কাপড় পাল্টানোর ঘরে লকারে পরিহিত কাপড় রেখে দিয়ে চাবি দিয়ে সাবান ও টাওয়েল নিয়ে আপনি দেওয়ালে লাগান কলগুলোর দিকে এগোবেন ।

সেখানে শরীর জলে ভিজিয়ে কলের সামনে রাখা একটি স্টুলে বসে সাবান মেখে কলের জলে স্নান অত্যন্ত স্নিগ্ধতার ব্যাপার ।

গরম ঠান্ডা দুরকম জলেরই ব্যবস্থা আছে । স্ত্রী পুরুষের আলাদা স্নানাগার আছে ।

Exit mobile version