জামায়াত আমির ভারতকে অহেতুক কষ্ট দিতে চাই না

পঞ্চগড় : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। আমরা ভারতকে অহেতুক কষ্ট দিতে চাইনা। কিন্তু অন্যায় অমানবিক, অহেতুক কোনো কিছু চাপাতে বা কষ্ট দিতে চাইলে আমরা কারও চোখের দিকে তাকাবো না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গডমাদার, ফ্যাসিবাদী আর মাফিয়াদের বাংলাদেশ চাই না। আমরা চায় বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। মেজরিটি, মাইনোরিটি জানিনা। এদেশে জন্ম নেওয়া সবাই গর্বিত নাগরিক। আমরা ধর্ম-বর্ণের নামে ভাগ করতে চায় না। যে জাতি বিভক্ত সে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।

 

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যে সব অন্যায় অবিচার ঘটেছে তা জাতিসংঘের সহযোগিতায় অনুসন্ধান করে জাতির সামনে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান।

তিনি দুর্নীতিমুক্ত দুঃশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে জাতীয় বীর জাতির সূর্য সন্তানদের আবার গর্জে উঠার আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে কেউ একদিনও বেকার থাকবে না। শিক্ষা শেষে চাকরির অফার লেটারেও চলে যাবে। নারীর মর্যাদা আর নিরাপত্তায় ভূমিকা রাখবে।

 

তিনি আবারও বলেন, যদি সুযোগ পাই তাহলে পঞ্চগড়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ-চীনের বেসরকারি উদ্যোগে পঞ্চগড়ে একটি হাসপাতাল স্থাপনের কাজ আবার শুরু করার আহ্বান জানান।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন সাঈদী বক্তব্য দেন।

Exit mobile version