জামালপুরে ডিবির অভিযানে ১০০ পিস ট্যাবলেট সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি  : জামালপুর অভিযানে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার  (৩১ ডিসেম্বর)  সন্ধ্যা  ৬টায়  জামালপুর সদরের  কালাবহ সুইচ গেইট চৌরাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।  বুধবার তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।  তারা হলেন ১নং কেন্দুয়া কালীবাড়ী ইউপির
কুঠামনি কাঠালতলা এলাকার মোঃ মতিউর রহমান এর ছেলে মোঃ রুবেল রানা (২৫), জামালপুর শহরের পলিশা পশ্চিমপাড়া (টেংগরপাড়া আজিজ বাবুর্চির বাড়ীর পাশে) এলাকার মোঃ মিস্টার এর ছেলে মোঃ জাকির হোসেন(২০), বেলটিয়া (বেলটিয়া উচ্চ বিদ্যালয় এর পাশে) এলাকার মরহুম সুরুজ্জামানের ছেলে  মোঃ মিলন হোসেন(২২),  কুঠামনি কাঠালতলা এলাকার মোঃ লোকমান এর ছেলে মো: রোকন (২০),  কালাবহ মধ্যপাড়া সরকার বাড়ী(গিয়াস ডিলা র বাড়ীর পাশে) এলাকার মরহুম সামছুল হকের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন হিমেল(২৮), বেলটিয়া পলিশা (বেলটিয়া কামিল মাদ্রাসা মোড়) এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ শাহিদুল ইসলাম@শাহিদ (২০)।
বুধবার সন্ধ্যায় জামালপুর ডিবি ( ওসি)  মো: নাজমুস সাকিব এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান,জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি ১ এর সদস্যদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে  ১০০ পিচ Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ ৬ ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ।  ট্যাবলেট গুলোর আনুমানিক মূল্য অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা।   তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা ব্যবসার কথা স্বীকার করেছে।  সদর থানায় মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Exit mobile version