জামালপুর ৩৫ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করা হয়েছে।
সোমবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির ১০৭৬ নং পিলারের কাছে কুমারের চর এলাকায় মালিক বিহীন একটি নৌকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক জব্দ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসির সার্বিক নির্দেশনায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জব্দকৃত মালামাল ৩৫ বিজিবির আটকৃত মালামাল রৌমারী কাস্টমস অফিসে জমা রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৩৫ বিজিবি।
Exit mobile version