জামিরতলী দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার ও অধ্যক্ষের সংবর্ধনা অনুষ্ঠিত ।।

মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদদাতাঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী জামিরতলী দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার ও অধ্যক্ষের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত  নয় মার্চ শনিবার বিকেলে মাদ্রাসার মাঠে এই পুরস্কার বিতরণ ও অধ্যক্ষের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার নব যোগদানকৃত অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন আল কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা রা. কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ,  অধ্যক্ষ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক মাও.মোঃ কফিল উদ্দিন,শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টারের সেক্রেটারি আব্দুল ওদুদ পাটওয়ারী ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আই সি টি মোঃ কামাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হবে । মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেন প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ছাত্র ছাত্রীদের আধুনিক যুগের উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য শেখ রাসেল কম্পিউটার ল্যাব ও একটি বহুতল ভবন গড়ে তোলার আশ্বাস দেন  এম পি ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলায় বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। খেলা বিজয়ী ছাড়া অন্য সকল ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
Exit mobile version