রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারেও নির্বাচিত হয়েছেন। তিনি তার বিজয় ইউপিবাসীকে উৎস্বর্গ করে বলেন, এই বিজয় তার একার বিজয় নয়, এটা ভারশোঁ ইউপির সকল মানুষের বিজয়। তিনি বলেন, বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করায় তিনি ইউপিবাসীর কাছে চির কৃতজ্ঞ। তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে ইউপিবাসী তাকে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তিনি জনগণের সেই প্রত্যাশা পুরুণে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি বলেন, প্রয়োজনে তার জীবনের বিনিময়ে হলেও তিনি ইউপিবাসীর প্রত্যাশা পুরুণ করবেন ইনশাল্লাহ্। তিনি বলেন, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় ভারশোঁ ইউপিকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দেশের মধ্য মডেল ইউপিতে রুপান্তর করা হবে।
জীবনের বিনিময়ে হলেও ইউপিবাসীর প্রত্যাশা পুরুণ করা হবে ইনশাল্লাহ্,সুমন
আলিফ হোসেন,তানোরঃ
ইউপির জনগণের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জানা গেছে স্থানীয় সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানের
আস্থাভাজন, বিশস্ত সৈনিক ও তরুণ
নেতৃত্ব হিসেবে এলাকায় সুমনের একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি ইউপি নির্বাচনে পরপর দুই বার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তার নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক, সামাজিক, পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন এই বিজয়ের মধ্য দিয়ে সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সুমন।#