এ বছরজুড়ে বিশ্বের বহু দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একেবারেই কম আলোচিত দেশ টোগো।
প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম বলছে, বিশ্বে সবচেয়ে বেশি নির্বাচন হবে ২০২৪ সালে। এক কথায় ২০২৪ হচ্ছে নির্বাচনের বছর। এ বছরজুড়ে বিশ্বের বহু দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একেবারেই কম আলোচিত দেশ টোগো।
মার্কিন সাময়িকীর এই নিবন্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়েও তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, ‘অবশ্য নির্বাচন হলেই যে সব নির্বাচন অবাধ-নিরপেক্ষ হচ্ছে তা নয়। জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যদিও প্রধান বিরোধীদল মাসজুড়ে তাদের ওপর দমনমূলক ব্যবস্থার কারণে নির্বাচন বয়কট করছে।’
পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে টাইম বলছে, ‘পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বসে আছেন। তার দলকে চরমভাবে দমন করা হচ্ছে, কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে।’
মজার ব্যাপার হচ্ছে, এবছর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতেও জাতীয় তথা লোকসভা নির্বাচন। ১৪৪ কোটি জনসংখ্যার দেশটিতে এপ্রিল-মে মাসে নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির রাম মন্দির কেন্দ্রীক হিন্দুত্ববাদী প্রচারণা নিয়ে ভারতজুড়ে বিরোধীদের প্রবল সমালোচনা থাকলেও টাইম সাময়িকী এ বিষয়ে নীরব। তাদের প্রতিবেদনে ভারতের নির্বাচনে বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের কোনো কিছুই উঠে আসেনি।
রাশিয়াতেও এবছরই নির্বাচন। এখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবধারিতভাবেই পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন, এমনটাই বলছে টাইম। সাময়িকীতে গুরুত্ব দিচ্ছে কত শতাংশ পুতিনকে সমর্থন দেয় তার উপর। কারণ এতে বোঝা যাবে লৌহমানব পুতিন এবং তার ইউক্রেন যুদ্ধকে এখনো রুশ কতটা সমর্থন করে। এছাড়া এবছরের ৩১ মার্চ ইউক্রেনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা । যদিও যুদ্ধের কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্শাল ল জারি করে রাখায় এ নির্বাচন আপাতত হচ্ছে না।
এবার আসা যাক, ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন প্রসঙ্গে। টাইমের নিবন্ধে বলা হয়, ‘নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার দৌড় শুরু হয়েছে, এ দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, যাকে দ্য ইকনমিস্ট ‘বিশ্বের সবচেয়ে বড় বিপদ’ হিসেবে আখ্যায়িত করেছে।
এসব দেশ ছাড়াও ২০২৪ সালে নির্বাচন হতে যাচ্ছে- তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, শ্রীলংকা, ইরান, জর্ডান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, পর্তুগাল, আলজেরিয়া, রোমানিয়া, তিউনিসিয়া, শাদ, সেনেগাল, রুয়ান্ডাসহ ৬৪ টি দেশে এবং ইউরোপীয় ইউনিয়নে।