মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ৩৪ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুর উপজেলার দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস এর ইটভাটার চিমনী ভেঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। মেসার্স তিতাস ব্রিকসকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। কুড়ালিয়া এলাকার মেসার্স সিটি ব্রিকসকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মেসার্স আশা ব্রিকস স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া এলাকার মেসার্স সুজন এন্টারপ্রাইজকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মেসার্স সিয়াম ব্রিকস এর চিমনী অকার্যকর করে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভূঞাপুর উপজেলার বাগবাড়ী এলাকার মেসার্স বিবিসি ব্রিকস থেকে ৬ ছয় লক্ষ টাকা জরিমানা আদায় করে ভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। সর্বমোট ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ৩৪ লক্ষ টাকা জমিরমানা আদায় করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব মিয়া মাহমুদুল হক এবং প্রসিকিউশন প্রদান করে অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। প্রেস রিলিজে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।