মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ কৃষি উন্নয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শেষে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মিন্টু ও গোলাম মস্তফা তালুকদার শাবলু প্রমুখ।
কৃষিবিদ মোঃ মোখলেসুর রহমান জানান, ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত
তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো কন্দাল জাতীয় ফসল যথাক্রমে লতি কচু,পানি কচু,গাছ আলুসহ অন্যান্য কন্দাল জাতীয় ফসল ২৫ থেকে ৩০% বৃদ্ধি করা। এই প্রকল্প ডিসেম্বরের মধ্যেই শেষ হতে যাচ্ছে। তবে আশা করা যায় ভূঞাপুর উপজেলায় কন্দাল ফসলের আবাদ ৩০ থেকে ৫০% বৃদ্ধি পেয়েছে। কৃষকেরা লাভবান হচ্ছে। এং বাসা বাড়ির আঙ্গিনায় পরিত্যক্ত জায়গায় গাছ আলু চাষে কৃষকেরা লাভবান হতে পারে।