মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর থানা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষ বিতরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে থানা যুবদল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর থানা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন। অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদলের সদস্য সচিব অনির্বাণ আমির দুখু, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল স্বপন,তৌহিদুল ইসলাম বিদ্যুত, রাজিব হোসেন কফিল প্রমুখ। এসময় ভূঞাপুর থানা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্য সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য উপজেলা সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে
কাজ করতে বলেন। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তিনি আরো বলেন শ্বৈরাচার হাসিনা সরকারের লোকজন দেশ লুটপাট করে খেয়েছে, আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকৃতি রক্ষায় পরিবেশ বান্ধব গাছ দিচ্ছি যাতে সকল নেতা কর্মী একটি করে হলেও গাছ লাগায়। পরে উপজেলার সকল ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।