টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ভূঞাপুর থনার এসআই তাহেরুল ইসলাম । তিনি পুলিশে যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন অব্যাহত রেখেছেন। এর আগে তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবেও একাধিক বার পুরষ্কৃত হয়েছিলেন। টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক সভায় মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকস দক্ষতা এবং গত অক্টোবর মাসে ৩ টি সাজা সহ ৭ টি পরোয়ানা তামিল করে অক্টোবর মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই তাহেরুল ইসলাম কে নির্বাচিত করা হয়েছে। জানা যায়, এসআই তাহেরুল ইসলাম ভূঞাপুর থানায় যোগদানের পর থেকেই অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশিং কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হয়েছেন এই সাহসী অফিসার। এ বিষয়ে এসআই তাহেরুল ইসলাম এর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, আমি এ সম্মাননা ও পুরষ্কার পেয়ে খুবই আনন্দিত। এ পুরস্কার আমার মা-বাবার কাছে উৎসর্গ করছি। কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে আমার স্পৃহা আরো বাড়বে। আমি সবসময় চেষ্টা করি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে এবং আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না। অন্যায়কারীকে আমি কখনো ছাড় দেই না।