বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কয়েক ঘণ্টা আগে অনুমান নির্ভর আগাম রায় প্রকাশ হলো। এতে দেখা গেছে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন জায়েদ খান! এমনকি নির্বাচিত হলেন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া পরীমণিও!
এই রায় প্রকাশ করলো ‘অবুঝ মন’ নামের একটি টিয়া পাখি। যে পাখিটি ভবিষ্যৎ বলে দিতে পারে চিঠির খামের সূত্র ধরে। গতকাল বৃহস্পতিবার ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে এমনই এক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হলো। যেখানে দেখা গেল, অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় টিয়া পাখির মাধ্যমে উদ্যোগ নিয়েছেন নির্বাচনের ফলাফল আগাম জানার।
আর টিয়া পাখিটির মালিকের নাম আরমান হোসেন শাহ। এদিকে নির্বাচনের আগে পৃথিবীজুড়েই চলে নানা জরিপ আর ভবিষ্যৎবাণী। জয়ের উদ্যোগে এবার সেই ট্রেন্ড যুক্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও। এদিকে কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।